Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

করোনা মোকাবেলা

এডিবির সঙ্গে ৫০ কোটি ডলারের ঋণ চুক্তি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনা মোকাবেলায় ৫০ কোটি ডলার বা প্রায় ৪ হাজার ২৫০ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এতে স্বাক্ষর করেন। নিয়মিত সহায়তার বাইরে অতিরিক্ত সহায়তা হিসেবে এ ঋণ দিচ্ছে সংস্থাটি।

সূত্র জানায়, এ ঋণটি কোভিড-১৯ অ্যাক্টিভ রেসপন্স অ্যান্ড এক্সপেন্ডিউচার সাপোর্ট কর্মসূচির অংশ। ঋণের ফলে বাংলাদেশের ১ কোটি ৫০ লাখের বেশি দরিদ্র ও দুর্বল মানুষকে উপকৃত করার আশা করা হচ্ছে। রফতানিমুখী শিল্পে প্রায় দেড় মিলিয়ন কর্মচারী বর্ধিত বেতন সহায়তা পাবেন এবং সরকারি-বেসরকারি হাসপাতালের কোভিড- ১৯ এর সঙ্গে লড়াই করা চিকিৎসক, নার্স এবং চিকিৎসা কর্মীরা বিশেষ সহায়তা পাবেন। এছাড়া বৃদ্ধাশ্রমের লোকদের জন্য এবং সরকারের দুর্দশাগ্রস্ত মহিলাদের জন্য সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো সম্প্রসারিত করা হবে। সারা দেশে কমপক্ষে ১৫ লাখ দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। পাশাপাশি প্রায় ১০ লাখ পরিবারকে জরুরি সময়কালে মাসে ২০ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে। ক্ষতিগ্রস্ত শিল্প খাতগুলোর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগগুলোতেও ভর্তুকিযুক্ত সুদে ঋণ সহায়তা দেয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম