গাজীপুরে একই থানার ৩৪ পুলিশ কর্মকর্তার করোনা জয়
পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর জিএমপি গাছা মেট্রোপলিটন থানার করোনা আক্রান্ত ৩৬ জন পুলিশ কর্মকর্তার সবাই করোনামুক্ত হয়েছেন। লকডাউন করা গাছা থানাটির স্বাভাবিক কার্যক্রম রোববার পুরোদমে শুরু হয়েছে। কাজে যোগদান করেছে সব পুলিশ কর্মকর্তা।
গাজীপুর মেট্রোপলিটন সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন) আশরাফ-উল-ইসলামের সত্যতা স্বীকার করে বলেন, এপ্রিলের প্রথম দিকে আমিসহ তৃতীয় ধাপের নমুনা পরীক্ষায় ৩৪ জন আক্রান্ত হই। কিন্তু রমজানের বরকতে আমরা সবাই করোনামুক্ত হয়ে রোববার কাজে যোগ দিই। পাশাপাশি গাছা থানার ঘোষিত লকডাউন উঠিয়ে নেয়া হয়। আমরা খুবই আনন্দিত এবং খুশি কারণ, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে পুলিশ জনগণের পাশে ছিল। আক্রান্তরা সুস্থ হয়ে আবারও তাদের পাশে দাঁড়াল।
