Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

আরও ২ লাখ টন বোরো ধান কিনবে সরকার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনা মহামারীর মধ্যে ব্যাপক আকারে ত্রাণ কার্যক্রম চালাতে ও কৃষককে সুবিধা দিতে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ২ লাখ টন বেশি বোরো ধান কিনবে সরকার। অতিরিক্ত এ ধান কেনার অনুমোদন দিয়ে রোববার খাদ্য অধিদফতরের মহাপরিচালককে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় অধিদফতর লক্ষ্যমাত্রার অতিরিক্ত বোরো ধান সংগ্রহের সুপারিশ করেছিল।

৩০ এপ্রিল খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি ১৯ লাখ ৫০ হাজার টন বোরো ধান-চাল কেনার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি সরকারি গুদাম খালি থাকা সাপেক্ষে আরও ধান-চাল কেনা হবে বলেও সিদ্ধান্ত দিয়েছিল কমিটি। চলতি বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে আট লাখ টন ধান, ৩৬ টাকা কেজি দরে ১০ লাখ টন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে দেড় লাখ টন আতপ চাল কেনার কথা ছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম