Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লকডাউন শিথিল দেশগুলোতে ‘কঠোর সতর্কতা’ প্রয়োজন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনাভাইরাস মহামারী বন্ধ না হলেও সেসব দেশে লকডাউন শিথিল করা হয়েছে সেসব দেশে ‘কঠোর সতর্কতা’ প্রয়োজন- এমন হুশিয়ারি দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, আরোপিত বিধিনিষেধ ব্যাপকভাবে শিথিল করা হলে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ আরও বেড়ে যেতে পারে এবং তখন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, এজন্য কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। খবর এফপির।

সোমবার জেনেভায় ভার্চুয়াল ব্রিফিংয়ে টেড্রস আধানম বলেন, এরই মধ্যে কয়েকটি দেশে কোভিড-১৯ এর সংক্রমণের বিস্তার ও মৃত্যুহার হ্রাস পেয়েছে। এতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমাদের জন্য সবচেয়ে ভালো খবর হল- ভাইরাসটির সংক্রমণ বিস্তার হ্রাস ও জীবন রক্ষা করতে আমরা সফল হয়েছি।

এদিকে, এক ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমারজেন্সি প্রোগ্রামের প্রধান মাইকেল রায়ান বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন না আসা পর্যন্ত তথাকথিত শক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনের মাধ্যমে করোনাকে পরাজিত করার চিন্তা-ভাবনা বিপর্যয় ডেকে আনতে পারে। এটা সত্যিই বিপজ্জনক, বিপজ্জনক হিসাব-নিকাশ। তিনি বলেন, যেসব দেশে করোনা মোকাবেলায় কোনো ব্যবস্থা নেই, সেসব দেশের ধারণা শক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা। তাদের ধারণা হঠাৎ করেই তারা ম্যাজিক্যালি শক্ত রোগ প্রতিরোধ ক্ষমতাতে পৌঁছাবে। কিন্তু এ পথে যদি আমরা কিছু বয়স্ক মানুষকে হারিয়ে ফেলি, তখন কী হবে? তিনি বলেন, মানুষের মাঝে শক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তখনই প্রযোজ্য যখন বিজ্ঞানীদের হিসাব-নিকাশ করা দরকার যে, একটি সমাজে কত সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেয়া গেলে যথাযথ শক্ত রোগ প্রতিরোধ ক্ষমতাতে পৌঁছানো যাবে। শক্ত রোগ প্রতিরোধ ক্ষমতার চিন্তা-ভাবনাকারী নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি। তবে ইউরোপের দেশ সুইডেনসহ বিশ্বের আরও কিছু দেশ করোনা মোকাবেলায় কঠোর লকডাউন আরোপ না করায় সেসব দেশের দিকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন মাইকেল রায়ান। কারণ ওই সব দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা লকডাউন না থাকলে শক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে পারে বলে যুক্তি দেখিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম