Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

করোনা মোকাবেলায় বাজেট

সরকারি চাকুরেদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ

Icon

মিজান চৌধুরী

প্রকাশ: ১২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে করোনায় আক্রান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিপূরণ বাবদ ৫শ’ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। এ বরাদ্দ থেকে অর্থ বিভাগের বিধি অনুযায়ী করোনায় আক্রান্ত ও আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সরকারি চাকরিজীবীদের আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে। তবে পরিস্থিতি বিবেচনায় এ অর্থের পরিমাণ আরও বাড়তে পারে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাজেট) সিরাজুন নুর চৌধুরী যুগান্তরকে বলেন, করোনায় আক্রান্ত সরকারি চাকরিজীবীদের ক্ষতিপূরণ দিতে ৫শ’ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এখান থেকেই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়া হবে। করোনা পরিস্থিতির মধ্যেই আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ চলছে। অর্থ বিভাগ করোনা সংক্রান্ত সব ধরনের ইস্যুকে বেশি গুরুত্ব দিচ্ছে। বেশি গুরুত্ব দেয়া হয়েছে স্বাস্থ্য ও কৃষি খাতে। বাজেটে উন্নয়ন প্রকল্পে খুব বেশি জোর দেয়া হচ্ছে না। উন্নয়ন বাজেট কাটছাঁট করে করোনার ব্যয়ে প্রবেশ করা হচ্ছে। জানা গেছে, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা দেয়ায় সরাসরি কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী এবং এ সংক্রান্ত সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্য কমকর্তা-কর্মচারী দায়িত্ব পালনকালে আক্রান্ত হলে ক্ষতিপূরণ বাবদ সরাসরি আর্থিক সুবিধা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্ষতিপূরণ তিন স্তরে দেয়া হবে। এর মধ্যে গ্রেড প্রথম থেকে নবম পর্যন্ত কোনো কর্মকর্তার করোনা পজিটিভ হলে তিনি পাবেন ১০ লাখ টাকা ও সংশ্লিষ্ট কর্মকর্তা মৃত্যুবরণ করলে তার পরিবার পাবে ৫০ লাখ টাকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম