Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হোম আইসোলেশনে

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনাভাইরাস মোকাবেলা ও মানুষকে সচেতন করতে অগ্রণী ভূমিকা রাখা সরকারের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ হোম আইসোলেশনে আছেন। মঙ্গলবার দুপুরে টেলিফোনে তিনি যুগান্তরকে বলেন, তার বাসার একজন সদস্য কোভিড-১৯ পজেটিভ। তিনি নিজেও শারীরিকভাবে সামান্য অসুস্থ। তিনি মাথাব্যথা ও সামান্য জ্বর অনুভব করছেন। তার করোনা পরীক্ষার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তাই তিনি বাসায় অবস্থান করছেন।

অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মঙ্গলবার অধিদফতরের মহাপরিচাল স্বাক্ষরিত এক স্মরকে বলা হয়েছে আমি নিু স্বাক্ষরকারী স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ অসুস্থতাজনিত কারণে সাময়িক সময়ের জন্য অফিসে আসতে পারব না। এই সাময়িক সময়ের জন্য পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতালা মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম