Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সেভ দ্য চিলড্রেনের জরিপ

বাংলাদেশে ৬৪ শতাংশ শিশুর মতে কঠিন খাদ্য সংকটে পরিবার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রান্তিক জনগোষ্ঠীর ৬৪ শতাংশ শিশুর মতে বর্তমানে তাদের পরিবার কঠিন খাদ্য সংকটে আছে বলে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের এক জরিপে উঠে এসেছে। শহুরে বস্তি, চা বাগান এবং সুবিধাবঞ্চিত গ্রামাঞ্চলের ১০-১৮ বছর বয়সী ১২১ শিশুর সঙ্গে ফোনে কথা বলে সংগ্রহ করা তথ্য বলছে উপার্জনক্ষম সদস্যরা আয়ের সুযোগ হারাতে থাকায়, পরিবারের খাদ্য সুরক্ষা পরিস্থিতি একটি সংকটজনক পর্যায়ে পৌঁছেছে। এ ১২১ জনের মধ্যে ৪০ শতাংশ ছেলে ও ৬০ শতাংশ মেয়ে এবং প্রতিবন্ধী শিশুও রয়েছে। জরিপটি চালিয়েছে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের চাইল্ড রাইটস গভর্ন্যান্স ও চাইল্ড প্রটেকশন সেক্টর। সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের শিশু সুরক্ষা ও শিশু অধিকার পরিচালনা সেক্টর পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এ সংকট শিশুদের শারীরিক এবং মনোসামাজিক সুস্থতার ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলছে। জরিপটি নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করবে।’ তিনি জানান, ৯০ শতাংশ শিশুকে তাদের স্কুল থেকে লেখাপড়ার কোনো খোঁজ নেয়া হয়নি। এছাড়া ৯১ শতাংশের বাড়িতে পড়াশোনায় সাহায্য করার কেউ নেই এবং ২৩ শতাংশ বাসায় একেবারেই লেখাপড়া করছে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম