দুস্থ মানুষের মাঝে ত্রাণ ও ঈদসামগ্রী বিতরণ
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৭ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের জন্য মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। ঈদুল ফিতর আসন্ন হওয়ায় ত্রাণ সহায়তায় যোগ হয়েছে ঈদসামগ্রীও। মানুষ মানুষের জন্য- এ মানবিক বোধ থেকে দুস্থ মানুষের জন্য বিত্তবানদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ভুক্তভোগীদের।
তাঁতপল্লীর কর্মহীন শ্রমিকদের ঈদ উপহার দিচ্ছে তামাই ক্লাব লিমিটেড : কর্মহীন হয়ে পড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লীর শ্রমিকরা। যাদের হাতের বুননে তৈরি হতো শত শত সুন্দর লুঙ্গি। লুঙ্গি বুননের সঙ্গে তাদের পরিবারের আহার জড়িত ছিল। সেই শ্রমিকরা করোনা সংকটে কর্মহীন হয়ে পড়েছেন। কাজ নেই তো আয় নেই। এমন কয়েক হাজার শ্রমিকের পাশে দাঁড়িয়েছে তামাই ক্লাব লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তামাই ক্লাবের একদল যুবক নিজেদের উপার্জিত অর্থ দিয়ে শুরু করে এ যাত্রা। এরপর তাদের কাজে অনুপ্রাণিত হয়ে এলাকার বিত্তবানরা অনেকেই সহযোগিতার হাত বাড়ান। এ মহাদুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে ওই যুবকরা অসহায় কর্মহীন শ্রমিকের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। আসন্ন ঈদ উপলক্ষে প্রায় ১ হাজার ২০০ পরিবারে কাছে তারা পৌঁছে দিচ্ছেন ঈদ উপহার। এর আগে দুই ধাপে একবার ১ হাজার ৬০০ পরিবার এবং আরেক ধাপে ১ হাজার ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে তামাই ক্লাব লিমিটেড।
তামাই ক্লাবের সদস্য রিশাদ মোর্শেদ বলেন, তাঁতপল্লীতে অনেক শ্রমিক আছেন যাদের কাজ থাকলে সংসার চলে, না থাকলে কোনো উপার্জন থাকে না। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আমরা কয়েকজন মিলে যতটুক পারি সহযোগিতার হাত বাড়াই। এরপর অনেকেই সাহায্য-সহযোগিতা করছেন। ঈদে যেন পরিবারগুলো খাদ্যাভাবে না থাকে, সে চিন্তা থেকে এটি করা। অন্যরাও এগিয়ে আসুক।
ডেমরা ভলান্টিয়ার্সের ত্রাণসামগ্রী বিতরণ : ৫১টি সংস্থার সমন্বয়ে গঠিত ডেমরা ভলান্টিয়ার্সের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী ও ত্রাণ বিতরণ করছে এ সংগঠন। তিন হাজার ৭০০ পরিবারের মাঝে সহযোগিতা পৌঁছানোর লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। এ সংগঠনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ, চিকিৎসাসামগ্রী, সেলাই মেশিনসহ টেকসই সহযোগিতা কার্যক্রম অব্যাহত রেখেছে।
ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা চালু : করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে হাসপাতালবিমুখ মানুষদের সুস্থ ও স্বাভাবিক রাখতে বাসা-বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্য সেবা চালু করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক আবুল। রোববার এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ। ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা সেবা পেতে যোগাযোগ করুন- ০১৬৩৫-৭৭৯০৮১।
