আনসারের ২১২ সদস্য করোনা আক্রান্ত, মৃত্যু ১
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৭ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২১২ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত একদিনে আক্রান্ত হয়েছেন ২৬ জন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করোনা আক্রান্ত ২১২ সদস্যের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ১৮২ জন। ঢাকার বাইরে ২৬ জন। আক্রান্তদের মধ্যে ১ জন উপ-মহাপরিচালকও রয়েছেন। তাছাড়া ৮৭ ব্যাটালিয়ন আনসার, ১১৯ অঙ্গীভূত আনসার, ১ মহিলা আনসার, ১ নার্সিং সহকারী, ১ সিগন্যাল অপারেটর ও ১ ভিডিপি সদস্য রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭৩ ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ৮৩ অঙ্গীভূত আনসার সদস্য ঢাকা মহানগর পুলিশের সঙ্গে কর্মরত। এছাড়া বাকিদের কেউ সদর দফতর এবং কেউ জেলাপর্যায়ে কর্মরত রয়েছেন।
আক্রান্তদের মধ্যে নিজ বাসায় কোরারেন্টিনে রয়েছেন ১ জন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন ৪৫৭ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিকেল ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাহিনীর ১৫৯ সদস্য করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। করোনাভাইরাসে অঙ্গীভূত আনসারের পিসি আবদুল মজিদ মারা গেছেন। মৃত্যুর আগে তিনি গুলশান বিভাগের ভাটারা থানায় কর্মরত ছিলেন।
