Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

শিক্ষার্থীদের বেতন মওকুফ দাবি ছাত্রদলের

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৭ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনা পরিস্থিতিতে সারা দেশে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন মওকুফ এবং অনলাইনভিত্তিক ক্লাস-ভর্তি পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকন এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান শরীফ ও সাবেক দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন। এতে ছাত্রদলের সাধারণ সম্পাদক লিখিত বক্তব্য পাঠ করেন। ফজলুর রহমান খোকন বলেন, দুই মাস দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ সময়ে শিক্ষার্থীদের বেতন দেয়া কষ্টকর। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বেতন মওকুফ করে দিলে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি অনলাইনভিত্তিক ক্লাস, ভর্তি-পরীক্ষা ও ক্লাস পরীক্ষা স্থগিত করতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম