টঙ্গীতে হাসপাতালের ‘ব্রাদারকে’ হত্যার হুমকি
প্রতিবাদে কর্মবিরতি
যুগান্তর রিপোর্ট, টঙ্গী
প্রকাশ: ১৭ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীতে সরকারি হাসপাতালের ব্রাদারকে মারধর ও গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে সব ডাক্তার ও নার্স কর্মবিরতি পালন করেছেন। রোববার দুপুরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এতে সরকারি হাসপাতালে আসা রোগীরা চিকিৎসাসেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের আউট সোর্সিংয়ের কর্মচারী তোহিদুল ইসলাম হৃদয় শনিবার রাতে বহিরাগত কয়েক সন্ত্রাসী নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। এ সময় হাসপাতালে নার্সদের রুমে গিয়ে তার নির্দেশমতো হাসপাতালে কাজ করার জন্য বলেন। এতে সিনিয়র নার্স মশিউর রহমান প্রতিবাদ করলে তাকে মারধর ও গুলি করে হত্যার হুমকি দেয়া হয়। পরে মশিউর তিনজনকে অভিযুক্ত করে রোববার থানায় অভিযোগ করেন।
