Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

দোকান খোলা রাখায় ২ স্বর্ণ ব্যবসায়ীকে বহিষ্কার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৭ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নির্দেশনা অমান্য করে করোনার ঝুঁকির মধ্যে দোকান খোলা রাখায় ২ স্বর্ণ ব্যবসায়ীকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। তারা হলেন- ভাসাভী জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা এবং পূরবী জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক বাবু জগন্নাথ ঘোষ। বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় শনিবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংগঠনের সভাপতি নেয়ামুল হক খান (দোলন) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাস রোধে দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে এবং সংক্রমণ রোধে সরকারকে সহায়তা করার লক্ষ্যে ঈদুল ফিতর পর্যন্ত সব জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাজুস। কিন্তু সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখেছিল এই দুই প্রতিষ্ঠান। এ কারণে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন এই বহিষ্কারাদেশ স্থায়ী করা হবে না তা জানাতে বলা হয়েছে। এছাড়া সাংগঠনিক সিদ্ধান্ত মেনে চলার জন্য বাজুসের আরও ৩০ জন সদস্যকে সতর্কপত্র দেয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম