Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

আফ্রিদির চক্রান্তের শিকার কানেরিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

এবার শহীদ আফ্রিদিকে বিঁধলেন দানিশ কানেরিয়া। তার অভিযোগ, আফ্রিদিই তার একদিবসী ক্রিকেট জীবন শেষ করেছেন। আর সবসময় তার বিরোধিতা করাই ছিল আফ্রিদির স্বভাব। দশ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে মাত্র ১৮টি ওয়ানডে খেলা সাবেক স্পিনার কানেরিয়া বলেন, ‘সবসময় আমার বিরোধিতা করেছে আফ্রিদি। একজন যদি সবসময় আপনার বিরুদ্ধাচারণ করে, তাহলে আপনি ভালো করবেন কী করে?’

৬১ টেস্টে ২৬১ উইকেট নেয়া সাবেক লেগ-স্পিনার কানেরিয়া বলেন, ‘ইনজামাম-উল-হক ও ইউনুস খান আমাকে সাহায্য করেছেন।’ পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি কানেরিয়া বলেন, ‘আফ্রিদির জন্যই আমি বেশি ওয়ানডে খেলতে পারিনি। আমি তার চক্রান্তের শিকার।’ কানেরিয়ার মতো আফ্রিদিও ছিলেন লেগ-স্পিনার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম