করোনার মাঝে অস্ট্রেলিয়ায় ক্রিকেট ফিরছে জুনে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বুন্দেসলিগা আবারও শুরু হওয়ার মধ্য দিয়ে ইউরোপে ফুটবল ফিরেছে। এবার ক্রিকেট ফিরছে অস্ট্রেলিয়ায়। করোনা মহামারী সে দেশে থাবা বসানোর পর এই প্রথম বাইশ গজে নামবেন ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ায় টি ২০ টুর্নামেন্ট শুরু হবে জুনে। ৬ জুন সেখানকার ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরু হওয়ার কথা।
এদিকে করোনা থেকে সুরক্ষা পেতে ক্রিকেটারদের মেনে চলতে হব কিছু নিয়ম। যেমন, বল চকচকে করার জন্য থুতু কিংবা ঘাম ব্যবহার করা যাবে না। বিকল্প উপায় হিসেবে মোম জাতীয় জিনিস দিয়ে বল চকচকে করার দায়িত্ব নেবেন আম্পায়াররা।
