Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

করোনা উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে দেশের তিন জেলায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুমিল্লার চান্দিনায় দুই, নোয়াখালীতে দুই ও পিরোজপুরের নজিরপুরে একজন মারা যান। তারা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর- চান্দিনা (কুমিল্লা) : চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামে সোমবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ২ ব্যক্তির মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু জানান, আক্রান্ত দুইজনের বাসা-বাড়ি ও দোকান লকডাউনের কাজ চলছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনাও সংগ্রহ করা হবে।

নোয়াখালী : বেগমগঞ্জের একলাশপুরে ও চৌমুহনীতে দুই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে একজনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। অপরজনের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলম বলেন, মৃত ব্যক্তিদের ইসলামিক ফাউন্ডেশনের লোকের মাধ্যমে সরকারি নির্দেশনা অনুসরণ করে দাফন করা হবে।

নাজিরপুর (পিরোজপুর) : নাজিরপুরে হোম কোয়ারেন্টিইনে থাকা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার সদর উপজেলার শিকদার মল্লিক গ্রামের কুমারচিরা গ্রামে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম