Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

পল্লী সড়ক উন্নয়ন

অতিরিক্ত ৮৫০ কোটি টাকা ঋণ অনুমোদন এডিবির

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৫ জুন ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

অতিরিক্ত ৮৫০ কোটি টাকা ঋণ অনুমোদন এডিবির

পল্লী সড়ক নেটওয়ার্ক উন্নয়নে ১০ কোটি ডলার বা ৮৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার এ ঋণ অনুমোদন করেছে সংস্থাটির বোর্ড।

‘রুরাল রোড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় অতিরিক্ত অর্থায়ন হিসেবে এ ঋণ দেয়া হচ্ছে। এডিবি ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ অর্থায়নের ফলে গ্রামীণ জনগোষ্ঠীকে কৃষিক্ষেত্রের অঞ্চলে সংযুক্ত করা সম্ভব হবে। অর্থাৎ কৃষকরা সহজেই তাদের উৎপাদিত পণ্য হাটবাজারে নিতে পারবেন।
 

বিজ্ঞপ্তিতে এডিবির সিনিয়র জল সম্পদ বিশেষজ্ঞ অলিভিউয়ার ড্রিউই বলেন, বর্ধিত এ ঋণ সহায়তা গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের আরও কাছাকাছি নিয়ে যাবে।

উন্নত গ্রামীণ সড়ক মানুষের জীবনযাত্রাকে দ্রুততর করে তোলে, যা কৃষি জমি থেকে বাজারে উৎপাদন ও সেবা সরবরাহকে ত্বরান্বিত করবে।
 

তিনি আরও বলেন, যে কোনো আবহাওয়া বা পরিবেশে নারী ও শিশুদের পড়াশোনা, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামাজিক সেবাগুলোর সহজ ও নিরাপদ প্রাপ্তি নিশ্চিত করবে।

 

এডিবি.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম