Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

হাসপাতাল এলাকায় মশার প্রজনন স্থান ধ্বংসে অভিযান আজ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

হাসপাতাল এলাকায় মশার প্রজনন স্থান ধ্বংসে অভিযান আজ

এডিস মশার প্রাদুর্ভাব প্রতিরোধে আজ থেকে সপ্তাহব্যাপী হাসপাতাল এলাকাগুলোতে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা শুরু করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

হাসপাতালে চিকিৎসারত রোগী, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা যেন করোনার মাঝে নতুন করে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত না হন সে লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ডিএনসিসির জনসংযোগ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর হাসপাতালগুলোতে অনেক সময় রোগীদের জন্য মশারি থাকে না বা টানানো হয় না। সেখানে ডেঙ্গু আক্রান্ত হলে অনেকের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এজন্য হাসপাতাল এলাকায় এডিস মশার বিস্তার রোধে আগামী এক সপ্তাহ হাসপাতাল এবং এর আশপাশের এলাকাগুলোতে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, মশক নিধন কার্যক্রমের মধ্যে সকালে লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) এবং বিকালে এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হবে। ইতোমধ্যে ডিএনসিসির হাসপাতালগুলোর আঙ্গিনায় এবং আশপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়েছে। ডিএনসিসির অন্যান্য এলাকায় স্বাভাবিক মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. মোমিনুর রহমান মামুন যুগান্তরকে বলেন, ‘এ বছরের শুরুতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করায় এখনও পর্যন্ত প্রকোপ কম।’

মশা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম