মহেশখালীতে ফের মদের কারখানার সন্ধান, গ্রেফতার ৬
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের মহেশখালীতে আবারও মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার পৃথক অভিযানে গ্রেফতার হয়েছে মদের ছয় কারিগর। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ তৈরি মদ ও মদ উৎপাদনের সরঞ্জাম। একদিন আগেও মহেশখালীর পাহাড়ে এমন একটি মদের কারখানার সন্ধান পায় পুলিশ। মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, উপজেলার হোয়ানক ইউনিয়নের মগপাড়া এলাকায় পাহাড়ের আড়ালে একটি মদ তৈরির কারখানা গড়ে তুলে স্থানীয় কতিপয় লোক। তারা উৎপাদিত মদ উপজেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে ওই কারখানায় অভিযান চালায়। এ সময় মদ তৈরির এক নারী কারিগরসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। ওই কারখানা থেকে বিপুল পরিমাণ তরল মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হল- জোনাকি ঘোষ, তুফান চন্দ্র ও কালাবাঁশি ঘোষ। এদিকে একই ইউনিয়নের হরিয়ারছড়া এলাকায় আরও একটি মদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এখান থেকেও বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় বাদশা মিয়া, জাফর আলম ও রুহুল আমিন নামে তিনজনকে। এসব ঘটনায় পুলিশ দুটি মামলা দায়ের করেছে বলে জানান ওসি।
