Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক

বিএনপি রাজনীতিতে নারীর ক্ষমতায়ন পাকাপোক্ত চায়

কমিটিতে ৩৩ শতাংশ নারী রাখার সিদ্ধান্ত

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বিএনপি রাজনীতিতে নারীর ক্ষমতায়ন পাকাপোক্ত চায়

নারীদের দলীয় রাজনীতিতে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে নারীর ক্ষমতায়নকে আরও পাকাপোক্ত করতে চায় বিএনপি।

এজন্য দলের গঠনতন্ত্র অনুযায়ী ৩৩ শতাংশ অথবা তার বেশি নারী নেত্রীকে দলের বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
 

এ সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে কার্যকর করবে। শনিবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। নীতিনির্ধারক একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে এ তথ্য।

স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে নিজ নিজ বাসা থেকে আরও অংশ নেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

বিএনপি নেতারা জানান, আরপিও অনুযায়ী ২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধনের সময় রাজনৈতিক দলগুলোতে সর্বোচ্চ নারী নেতৃত্বের হার ছিল শতকরা ১০ ভাগ।
 

আরপিওতে ১২ বছরে অর্থাৎ ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব বাধ্যতামূলক করা হয়। কিন্তু ১২ বছর পরও অবস্থার উন্নতি হয়নি। এ অবস্থায় গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ অনুচ্ছেদটি তুলে দিয়ে নতুন করে রাজনৈতিক দলের জন্য নিবন্ধন আইন প্রণয়ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে আইনের খসড়া ওয়েবসাইটে দেয়া হয়েছে।
 

এই ইস্যুতে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে এ সিদ্ধান্ত হয়েছে। বিএনপি মনে করে, রাজনৈতিক দলগুলোর কমিটিতে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব রাখার যে বিধান তা বলবৎ থাকা উচিত।

নির্বাচন কমিশন এক্ষেত্রে ২০০০ সালের যে সময়সীমা দেয়া আছে তা বাড়িয়ে যৌক্তিক সময় দিতে পারে। এ বিধানটি চূড়ান্তভাবে যদি শিথিল করা হয় তাহলে নারীরা রাজনীতিতে পিছিয়ে পড়বে।

যেখানে নারীদের ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, সেখানে দলীয় রাজনীতিতে শিথিল করা যুক্তিসঙ্গত হবে না। এটা আন্তর্জাতিক অঙ্গনেও খারাপ বার্তা যাবে।

বৈঠকে অংশ নেয়া এক নেতা জানান, সমাজের বড় অংশ এখন নারী, সেখানে তাদের বাদ দিয়ে রাজনীতি করা মানে বড় একটি জনগোষ্ঠীকে বাদ দেয়া। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, দ্রুত সময়ের মধ্যে আমাদের দলের কমিটিগুলোতে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব প্রতিষ্ঠা করার।

বিএনপি রাজনীতিতে নারী.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম