সরকারের অদক্ষতায় বিশ্বে ঝুঁকিপূর্ণ চিহ্নিত হচ্ছে বাংলাদেশ
-আ স ম রব
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১২ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাস মোকাবেলায় সরকারের কাছে ছয় দফা সুপারিশ তুলে ধরেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। রোববার এক বিবৃতিতে দলটির সভাপতি আ স ম আবদুর রব এসব প্রস্তাব তুলে ধরে বলেন, সরকারের অদক্ষতায় বিশ্বে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত হচ্ছে। করোনা নিয়ন্ত্রণের নামে সরকার যে কাণ্ডজ্ঞানহীন এবং দায়িত্বহীন আচরণ করছে তার ফলশ্রুতিতে অনেক দেশ আমাদের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এভাবে চলতে থাকলে সারা বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়বে, যার পরিণতি হবে ভয়াবহ। এর দায় সরকারকে বহন করতে হবে। জেএসডির পক্ষ থেকে দেয়া প্রস্তাবগুলো হল, জাতীয় স্বাস্থ্য কাউন্সিল গঠন, করোনা নিয়ন্ত্রণে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শমতো ব্যবস্থা, করোনা পরীক্ষার ফি বাতিল, পরীক্ষার সংখ্যা বাড়াতে উপজেলা পর্যায়ে পরীক্ষাগার স্থাপন, সারা দেশে করোনা রোগী শনাক্ত করে আইসোলেশন ও চিকিৎসা, কন্ট্রাক্ট ট্রেসিং এবং কোয়ারেন্টিনসহ করোনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ এবং টেস্টবিহীন করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট প্রদান রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
