Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

আর্তমানবতার সেবায় চিত্রকর্ম প্রদর্শনী

Icon

সাংস্কৃতিক রিপোর্টার

প্রকাশ: ১২ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনা মহামারীকাল দীর্ঘ হতে দীর্ঘতর হচ্ছে। অনেকের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। সমাজের এ বিপর্যস্ত মানুষদের সাহায্য প্রদানে অবিন্তা কবির ফাউন্ডেশন একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। আলোকচিত্র ও চিত্রশিল্পের প্রতি সর্বস্তরের মানুষের অনুরাগকে অনুপ্রাণিত করে আর্তমানবতার সেবায় হাত বাড়িয়ে দিয়েছে।

‘আর্টওগ্রাফি ফর হিউম্যানিটি’ শিরোনামে এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশের আলোকচিত্রী ও চিত্রশিল্পীর চিত্রকর্ম অনলাইনে প্রদর্শিত হবে। এ বিশেষ শিল্প প্রদর্শনীতে বিক্রি হওয়া শিল্পকর্মের অর্জিত কিছু অর্থ শিল্পীর জন্যে রেখে সিংহভাগ অর্থ এ সংকটকালীন দরিদ্র জনগোষ্ঠীর জন্যে ব্যয় করা হবে। বৈশ্বিক মহামারীর এ সময়ে ঘরে বসে থাকা শিল্পীদের উদ্বুদ্ধ করে মানবতার কল্যাণে পাশে দাঁড়ানোর মহৎ ভাবনাই প্রকল্পটির মূল উদ্দেশ্য।

অবিন্তা কবির ফাউন্ডেশন ও ডি ফটোক্যাফের উদ্যোগে এ ভার্চুয়াল শিল্প প্রদর্শনীতে শিল্পীদের বিশেষ শিল্পকর্ম প্রদান করে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ শিল্প প্রদর্শনীটি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে, দূরে থেকে শিল্পকর্ম তৈরি করে শিল্পীর মনের ভাব প্রকাশে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে- যেখানে একজন শিল্পীর আত্মিক ভাবনা আবেগমিশ্রিত হয়ে শিল্পের ধারায় ফুটে উঠবে। এ অনলাইন শিল্প প্রদর্শনীটির উদ্বোধন হবে ১৬ই জুলাই।

এ প্রকল্পটি সঞ্চালনা করছেন অবিন্তা কবির ফাউন্ডেশনের পক্ষ থেকে সুলতান এম মাঈনউদ্দীন এবং ডি ফটোক্যাফের পক্ষ থেকে শরিফ খান শুভ্র।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম