তিন হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১২ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা মাদক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। তার নাম বাবুল (২০)। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। ডিবির লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস জানান, শনিবার বিকাল সোয়া ৪টায় উত্তরা পূর্ব থানাধীন ৪নং সেক্টরের স্যামসাং শোরুমের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা করা হয়েছে।
