Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

স্কুলছাত্রীসহ সড়কে নিহত ৪

বাহরাইনে প্রাণ হারাল কুলাউড়ার যুবক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার প্রবাসী যুবক নিহত হয়েছে। এছাড়া মাদারীপুরের রাজৈরে ১ জন, ভোলার চরফ্যাশনে স্কুলছাত্রী, হবিগঞ্জের চুনারুঘাট ও নবীগঞ্জে নারীসহ ২ জনের প্রাণহানি ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ায় বাস খালে পড়ে ১০ যাত্রী আহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুলাউড়া (মৌলভীবাজার) : বাহরাইনে সড়ক দুর্ঘটনায় নিহত সিদ্দিক মিয়া (৩২) হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের রজিব আলীর ছেলে। শনিবার বিকালে দেশটির রফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিদ্দিক মিয়া প্রায় ১৩ বছর আগে বাহরাইনে পাড়ি জমান। তিনি সেখানে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বাহরাইন আলদুরের উদ্দেশ্য কাজের লোক আনার জন্য শনিবার তিনি গাড়ি নিয়ে বের হলে পথে দুর্ঘটনায় পড়েন।

চরফ্যাশন দক্ষিণ (ভোলা) : চরফ্যাশনের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত স্কুলছাত্রী তানজিলা (১৩) চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল ২নং ওয়ার্ডের আনোয়ার হোসেন মিয়াজীর মেয়ে। শনিবার দুপুরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

টেকেরহাট (মাদারীপুর) : রাজৈরে গাড়িচাপায় নিহত রুহুল আমিন কবিরাজ (৪৮) আলমদস্তা গ্রামের সিদ্দিক কবিরাজের ছেলে। রোববার ভোর রাতে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন চাউলের গালায় এ দুর্ঘটনা ঘটে।

চুনারুঘাট ও নবীগঞ্জ (হবিগঞ্জ) : চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের সাইনবোর্ডে রোববার দুপুরে ট্রাক্টর ও টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত মিনারা বেগম (৪৫) ঘরগাঁও গ্রামের মৃত শানু মিয়ার স্ত্রী। অপরদিকে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন দুলাল রায় (৪০) নামে এক যুবক। তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের ধনাই রায়ের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খালে পড়ে ১০ যাত্রী আহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর মৌলভীবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম