সোনারগাঁয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
এলাকায় উত্তেজনা, পুলিশ মোতায়েন
যুগান্তর রিপোর্ট, সোনারগাঁ
প্রকাশ: ১২ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নির্বাচনকেন্দ্রিক বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাবিবুর রহমান হাবু ও তার সন্ত্রাসী বাহিনী বারদি ইউনিয়ন যুবলীগের নেতা ব্যবসায়ী আমিনুল ইসলামকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। উপজেলার বারদির শান্তির বাজার এলাকায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই যুবলীগ নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো শান্তির বাজার ও এর আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শান্তির বাজার এলাকায় একটি বিরোধপূর্ণ জমিতে মার্কেট নির্মাণ নিয়ে হাবিবুর রহমান হাবু, ফারুক মেম্বার, সানু মেম্বার, আমজাদ হোসেন ও সানাউল্লাহর সঙ্গে স্থানীয় নিরীহ আবদুল মতিনের দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির জন্য শনিবার সকালে সোনারগাঁ থানায় সালিশ বৈঠক হয়। বৈঠকে উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনসহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান সরেজমিন জায়গা দেখে বিচারের রায় দেবেন বলে বৈঠকে জানানো হয়। চেয়ারম্যান রোববার সকাল সাড়ে ১১টার দিকে সরেজমিন ওই জমি পরিদর্শনে যান। জমির মালিক আবদুল মতিনের পক্ষে যুবলীগ নেতা আমিনুল ইসলাম কথা বলায় চেয়ারম্যান স্থান ত্যাগ করেন। পরে যুবলীগ নেতা আমিনুল ইসলামকে একা পেয়ে ডাকাত সর্দার হাবু ও তার ছেলে আশিক, সহযোগী শাহজালাল ও ডালিমসহ ১০-১২ জনের একটি দল রামদা, ছোরা, চাপাতি, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। এলাকাবাসীর অভিযোগ, ডাকাত সর্দার হাবু ওই এলাকায় ত্রাস সৃষ্টি করে মানুষের জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করে আসছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল হকের প্রভাবে সে ওই এলাকায় অপকর্ম করে বেড়ায়।
