Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃতের নাম মুহাম্মদ ওয়ালি উল্লাহ (৪২)। এটিইউ’র লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার রাত ১০টায় মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে করা হয়। গ্রেফতার ওয়ালি উল্লাহ আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য। তার কাছ থেকে জঙ্গি কার্যক্রমে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি মোবাইল সিম কার্ড জব্দ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম