সিআরপির পাতানো টেন্ডার
নেপথ্যে কোটি কোটি টাকার সরবরাহ ও ক্রয় বাণিজ্য
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টেন্ডার বক্স জনসম্মুখে খোলা হবে, একটি পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে এমন ঘোষণা দিয়ে ক্রয় ও সরবরাহ সংক্রান্ত বিষয়ে দরপত্র আহ্বান করে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)। কিন্তু বুধবার জনসম্মখে দরপত্রগুলো খোলার কথা থাকলেও তা খোলা হয়নি।
এমন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলে দরপত্রে অংশগ্রহণ করা ঠিকাদারদের প্রকাশ্যে লাঞ্ছিত করে ও ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠে সিআরপির বিরুদ্ধে। ঠিকাদাররা জানান, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়া এবং মালামাল সরবরাহ ও ক্রয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করার উদ্দেশ্যে গত বছরের টেন্ডারের সময়ও একই আচরণ করেছিল সিআরপি কর্তৃপক্ষ।
নাম প্রকাশ না করার শর্তে সিআরপি’র এক কর্মকর্তা বলেন, টেন্ডারের অনিয়ম নতুন কিছু নয়। প্রতিবারই এমনটা হয়। তা না হলে একই ঠিকাদার কীভাবে ১৫ বছর ধরে একই কাজের কার্যাদেশ পেয়ে আসছে।
সিআরপি’র সাবেক মেডিকেল টেকনোলজিস্ট শাহানাজ আক্তার শিমু যুগান্তরকে বলেন, পাতানো টেন্ডারের বিষয়ে কথা বলায় আমাকে চাকরিচ্যুত করা হয়। সিআরপিতে নজিরবিহীন স্বেচ্ছাচারিতা এবং সিন্ডিকেটের রাজত্ব কায়েম করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক (ইডি) শফিকুল ইসলাম।
প্রকাশ্যে দরপত্রের তথ্য প্রকাশ না করা প্রসঙ্গে জানতে চাইলে ইডি শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, দরপত্রগুলো প্রকাশ্যে খোলার কথা। কিন্তু কেন খোলা হয়নি, এ ব্যাপারে প্রতিষ্ঠানের অ্যাডমিন ও দরপত্রে যুক্ত কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
