Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

পোশাক শ্রমিকদের ঈদ বোনাস ২৭ জুলাই

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পোশাক শ্রমিকদের ঈদ বোনাস ২৭ জুলাই

পোশাক শ্রমিকদের ঈদ বোনাস ২৭ জুলাই এবং চলতি মাসের বেতনের অর্ধেক ৩০ জুলাইয়ের মধ্যে মালিকরা পরিশোধ করবেন। অন্য সব খাতের শ্রমিকদের চলতি মাসের বেতন এবং ঈদ বোনাস ২৫ জুলাইয়ের মধ্যে মালিকদের পরিশোধ করতে হবে।

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে সোমবার বর্তমান শ্রম পরিস্থিতি এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সরকার, মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ-টিসিসি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতির বক্তৃতায় উল্লিখিত এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে শ্রমিকদের ঈদের ছুটি তিনদিন। করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে শ্রমিকদের ঈদে কর্মস্থল এলাকায় থাকতে বলা হয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে এবং উৎপাদন স্বাভাবিক রাখতে কোনো শ্রমিককে ছাঁটাই না করতে মালিকদের পরামর্শ দেন তিনি। সবার আন্তরিকতায় এই দুর্যোগ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় মন্ত্রণালয়ের সচিব কেএম আবদুস সালাম, অতিরিক্ত সচিব ড. রেজাউল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদফতরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান, বিজিএমইএ এর সভাপতি ড. রুবানা হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খান, এনসিসিডাব্লিউইর সভাপতি মো আনোয়ার হোসেন, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব চায়না রহমান, গার্মেন্ট শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল আহসানসহ বিভিন্ন মন্ত্রণালয়, দফতর, সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তবে বৈঠকে পোশাক শিল্প মালিকদের দ্বিতীয় বৃহত্তর সংগঠন বিকেএমইএর কোনো প্রতিনিধি ছিলেন না।

বৈঠকে না যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা বলেন, বৈঠকে থাকা না থাকা একই কথা। মালিকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই সিদ্ধান্ত দেয়া হয়। এক তরফা সিদ্ধান্তের কারণে শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়। তারা বলেন, শ্রম আইন অনুযায়ী বেতন দেয়ার কথা মাস শেষ হওয়ার ৭ কর্মদিবসের মধ্যে। সে ক্ষেত্রে বেতন দেয়ার কথা ঈদের পরে। কিন্তু মালিকরা কে কিভাবে দেবে, কোত্থেকে দেবে তার কোনো আলোচনা নেই। মাস শেষ হওয়ার আগেই বেতন-বোনাস দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এর ফলে শ্রমিকদের মধ্যে নির্দিষ্ট সময়ে বেতন-বোনাস পাওয়ার আশা তৈরি হয়েছে। আর যখনই এ সময়ে বেতন-বোনাস হবে না তখনই শ্রমিকরা রাস্তায় নেমে যাবে। এর দায় কে নেবে? তারা আরও বলেন, সরকার ঘোষিত শ্রমিকদের বেতন বাবদ প্রণোদনার তিন মাসের এখনও জুলাইয়ের টাকা দেয়া হয় নাই। তাহলে মালিকরা জুলাই মাসে বেতন দেবে কিভাবে এমন প্রশ্ন রাখেন তারা।

শ্রমিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম