বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেয়ার জন্য স্পেনের প্রতি
পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ থেকে মৌসুমি কৃষিশ্রমিক নিয়োগের বিষয়টি বিবেচনা করার জন্য স্পেনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সোমবার বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত আলভারো দে সালাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে এলে তিনি এ অনুরোধ জানান। ড. আবদুল মোমেন করোনা মহামারী বিস্তাররোধে স্পেন সরকারের প্রচেষ্টা ও বাংলাদেশ সরকারকে স্পেনের সময়োপযোগী এবং কার্যকর নীতিমালা সম্পর্কে অবহিত করার জন্য প্রশংসা করেন।
রাষ্ট্রদূত জানান, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে স্পেনে অনেক লোক মৃত্যুবরণ করেছে। দেশটির পর্যটন খাতটি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক লোক বেকার হয়েছে। তবে গ্রীষ্ম মৌসুমে স্পেনের কৃষির জন্য মৌসুমি শ্রমিকের প্রয়োজন হবে। এ কথা শুনে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশ থেকে মৌসুমি কৃষিশ্রমিক নিয়োগের বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেন। জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব মোকাবেলায় বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী ২০১৯ সালের ডিসেম্বরে মাদ্রিদে সিওপি-২৫ এ যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের কথা স্মরণ করেন। তিনি স্পেনের আরও বিনিয়োগের পাশাপাশি বিশেষ করে জ্বালানি ও পর্যটন খাতে বাংলাদেশের সঙ্গে দক্ষতা ভাগ করে নেয়ার আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আমেরিকায় সাড়ে ৬ দশমিক ৫ মিলিয়ন পিপিই রফতানি করার পাশাপাশি কোভিড-১৯ এ আক্রান্ত কিছু দেশে রেমডেসিভির, হাইড্রোক্সাইক্লোরোকুইনের মতো ওষুধ সরবরাহ করেছে। কোভিড-১৯ প্রতিরোধ/চিকিৎসা সম্পর্কিত পিপিই এবং অন্যান্য ওষুধজাত পণ্য আমদানির প্রয়োজন হলে স্পেন বাংলাদেশের ওপর নির্ভর করতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে স্পেন সরকারের অব্যাহত সমর্থনকে ধন্যবাদ জানান। তিনি মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। এ সময় স্পেনের রাষ্ট্রদূত ঢাকায় তার দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহায়তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
