Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

নির্বাচন কমিশনের সভা

জাতীয় সংসদের শূন্য আসনে এ মুহূর্তে ভোট নয়

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনাভাইরাসের কারণে জাতীয় সংসদের শূন্য আসনগুলোয় এ মুহূর্তে ভোটগ্রহণ করবে না ইসি। পাবনা-৪ ও ঢাকা-৫ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে আগস্টের মধ্য বা শেষ সপ্তাহে কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হবে। সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

ইসি সচিবের ব্রিফিংয়ের আগে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় পাবনা-৪, ঢাকা-৫ ও ১৮ ও সিরাজগঞ্জ-১ শূন্য আসনে ভোটগ্রহণের বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা সভাপতিত্ব করেন। এ বিষয়ে ইসির সিদ্ধান্ত প্রসঙ্গে ইসি সচিব বলেন, আগস্টের মধ্য বা শেষ সপ্তাহে পাবনা-৪ ও ঢাকা-৫ আসনের উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে এ মুহূর্তে নির্বাচন হবে না। এসব আসনে নির্বাচন করার সময় আছে। আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যেহেতু করোনা পরিস্থিতি স্থিতিশীল আছে। তাই আপাতত এসব আসনে ভোট হচ্ছে না।

উল্লেখ্য, ৬ মে বার্ধক্যজনিত কারণে হাবিবুর রহমান মোল্লা মারা যাওয়ায় ঢাকা-৫ আসনটি শূন্য হয়। ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসনটি শূন্য হয়। আর মোহাম্মদ নাসিম ১৩ জুন মারা যাওয়ায় সিরাজগঞ্জ-১ আসন এবং অ্যাডভোকেট সাহারা খাতুন ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন শূন্য হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম