Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

রাজধানীর দুই হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বিভিন্ন অনিয়মে রাজধানীর উত্তরায় দুটি হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। হাসপাতাল দুটি হল- উত্তরার শিন শিন জাপান হাসপাতাল এবং উত্তরা লেক ভিউ হাসপাতাল। সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও স্বাস্থ্য অধিদফতর যৌথভাবে এ অভিযান চালায়।

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল বিভাগের কর্মকর্তা (মেডিকেল অফিসার) দেওয়ান মেহেদী বলেন, ডিএমপির সহযোগিতায় দুটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর মধ্যে অপরিচ্ছন্ন ল্যাব, ল্যাবে ব্যবহৃত যন্ত্রপাতি স্থাপন না করেই ব্যবহার ও হাসপাতালের ফার্মেসিতে ফল ও জুসসহ বিভিন্ন খাদ্য বিক্রির অপরাধে শিন শিন জাপান হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উত্তরা লেক ভিউ হাসপাতালটি ২০১৬ সালের পর আর লাইসেন্স নবায়ন করেনি। তাই সেটিকেও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম