লকডাউনে ইজতেমায় যোগদান
ভারতে তাবলিগের ৭৯ বাংলাদেশির মুক্তি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লকডাউনের সময় দিল্লির নিমাজউদ্দিন মারকাজ মসজিদে ইজতেমায় যোগ দেয়ার ঘটনায় আটক ৭৯ বাংলাদেশি জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন। তাদের প্রত্যেককে ৫ হাজার রুপি জরিমানা করা হয়েছে। সোমবার দিল্লির একটি আদালত এ রায় দেয়। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশি এসব নাগরিকের বিরুদ্ধে করোনা প্রাদুর্ভাবের সময় তাবলিগ জামাতে যোগ দিয়ে ভিসার শর্ত ভঙ্গ, অবৈধভাবে ধর্মপ্রচার কাজে যোগদান এবং সরকারের বিধি ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র প্রতাপ সিং প্রত্যেককে ৫ হাজার রুপি জরিমানা করেন। বাংলাদেশিদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আশিমা মণ্ডল। একই সঙ্গে কিরগিজিস্তানের ৪২ তাবলগি কর্মীকে একই শর্তে মুক্তি দেয়া হয়। তাদের আইনজীবী অ্যাডভোকেট ফাহিম খান জানিয়েছেন, আদালতে আত্মপক্ষ সমর্থন করে জবাব দিয়েছেন আসামিরা। এতে তারা দোষ স্বীকার করে লঘুদণ্ডের আবেদন করেন।
