করোনায় মারা গেলেন লেজিসলেটিভ সচিব নরেন দাস
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব নরেন দাস মারা গেছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী শোক প্রকাশ করেছেন।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বর ও শ্বাসকষ্টে নরেন দাস স্ত্রীসহ গত ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তারা। ঢাকা জেলার অধিবাসী নরেন দাস নবম বিসিএসের মাধ্যমে জুডিশিয়াল ক্যাডারে যোগ দেন। এরপর তিনি আইন মন্ত্রণালয়ের অধীন ড্রাফটিং উইংয়ে যোগ দেন। ২০১৯ সালের নভেম্বরে তিনি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবের দায়িত্ব গ্রহণ করেন।
নরেন দাসের মৃত্যুতে এক শোকবার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অপর এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী গভীর সমবেদনা জানান।
নরেন দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক। পৃথক শোকাবার্তায় তারা সচিব নরেন দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারও।
