শেয়ারবাজারে প্রতারণা
সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালকদের বিও হিসাব জব্দ
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজের সব পরিচালকের বিও হিসাব জব্দ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইন লঙ্ঘন করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করায় কোম্পানিটির বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও দুটি সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তা হল- কোম্পানিটির আর্থিক প্রতিবেদন বিশেষ অডিট করা এবং কোম্পানিটি সরেজমিন পরিদর্শন করে আগামী ৭ দিনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কমিশনে প্রতিবেদন জমা দিতে হবে। বিএসইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম জানান, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লভ্যাংশ ঘোষণা করে বিনিয়োগকারীদের তা দেয়নি। কমিশন ও ডিএসইতে এ বিষয়ে একাধিক অভিযোগ জমা পড়ে। এরই পরিপ্রেক্ষিতে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে কোম্পানির পরিচালকদের বিও হিসাব জব্দের সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, গত বছরের ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আর বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করে ওই বছরের ৩০ ডিসেম্বর। এরপর চলতি বছরের ২৯ জানুয়ারি বিএসইসিকে চিঠি দিয়ে জানায়, তারা সব বিনিয়োগকারীর বিও হিসাবে লভ্যাংশ জমা দিয়েছে। কিন্তু তারা লভ্যাংশ না দিয়েই এ চিঠি দিয়েছিল। পরে লভ্যাংশ না পেয়ে বিনিয়োগকারীরা বিএসইসি ও ডিএসইতে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
শেয়ারবাজারে ২৫২ কোটি টাকা লেনদেন : শেয়ারবাজারে লেনদেন কিছুটা বেড়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫২ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ১২ কোটি টাকা বেশি। এছাড়া ডিএসইতে মঙ্গলবার ১৩১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে ডিএসইর মূল্যসূচক বেড়েছে ১৫ পয়েন্ট এবং বাজার মূলধন বেড়েছে ১ হাজার কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে মঙ্গলবার ৩৪৭টি কোম্পানির ৭ কোটি ৯৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ২৫২ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ১৩১টি কোম্পানির শেয়ারের, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৫ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই মূল্যসূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭২ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ৯৪৮ পয়েন্টে পৌঁচেছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৩ লাখ ১৭ হাজার কোটি টাকা হয়েছে।
