ফারমার্স ব্যাংকের অর্থ আত্মসাৎ
বাবুল চিশতিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রায় ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক বাবুল চিশতিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
মঙ্গলবার দুদকের উপসহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ বাদী হয়ে দুদক কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিরা হচ্ছেন- বাবুল চিশতির ছেলে মো. রাশেদুল হক চিশতি, ফারমার্স ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, বগুড়ার আল ফারুক ব্যাগস লিমিটেডের এমডি মো. রেদওয়ানুল কবির চৌধুরী, চেয়ারম্যান চৌধুরী আল ফারুক ও পরিচালক নিম্মি কবির চৌধুরী। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাসভঙ্গ করে অর্থ স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ঋণের নামে ফারমার্স ব্যাংকের মতিঝিল শাখা থেকে ৪০ কোটি ৭৯ লাখ টাকা আত্মসাৎ করেন। যা ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সুদে-আসলে দাঁড়িয়েছে ৬২ কোটি ৭৯ লাখ ২১ হাজার টাকা।
