Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠানাদি ও রাষ্ট্রাচারে

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠানাদি ও রাষ্ট্রাচারের ক্ষেত্রে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম) প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স ১৯৮৬ (২০০৩ সালের ডিসেম্বর পর্যন্ত পরিমার্জিত)’-তে পরিবর্তন এনে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মাধ্যমে ১৭ বছর পর ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হল। আর ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে জারি হওয়া ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে ফিরল সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের নোটের ১ নম্বরটি পরিবর্তন করে সেখানে নতুন নোট প্রতিস্থাপন করা হয়েছে। ১ নম্বর নোটে ছিল, এই পদমর্যাদাক্রম রাষ্ট্রীয় ও অনুষ্ঠানাদির পাশাপাশি সরকারের অন্য সব ক্ষেত্রেও প্রতিপালিত হবে। সেখানে ‘এই রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম রাষ্ট্রীয় ও অনুষ্ঠানের ক্ষেত্রে প্রয়োগ হবে’ প্রতিস্থাপিত হবে। এই পরিবর্তনের কারণে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অন্য কোনো ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ প্রোটোকল তালিকায় রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পদগুলোর ক্রমবিন্যাস রয়েছে। ২৫টি ধাপে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থান নির্ধারণ করে দেয়া আছে। পদক্রম অনুযায়ী সুযোগ-সুবিধা বা নামের তালিকা লেখা হয়।

স্বাধীন বাংলাদেশে ১৯৭৪ সালের ১১ জানুয়ারি প্রথম ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ জারি করা হয়েছিল। পরে কয়েক দফা এটি পরিবর্তন হয়। কিন্তু রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম ‘সরকারের অন্যান্য সব ক্ষেত্রেও প্রতিপালিত হবে’ এই বিষয়টি সামরিক শাসক এইচএম এরশাদ সরকারের আমলে যুক্ত করা হয়েছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম