Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ডিএসসিসিতে ১১টি অস্থায়ী পশুর হাট বসছে

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ডিএসসিসিতে ১১টি অস্থায়ী পশুর হাট বসছে

করোনা পরিস্থিতির কারণে মাত্র ৫টি হাট বসানোর সিদ্ধান্ত থেকে সরে এসে ১১টি অস্থায়ী হাট ইজারা চূড়ান্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসসিসির জনসংযোগ বিভাগ।

ডিএসসিসির অস্থায়ী কোরবানি পশুর হাটগুলোর মধ্যে রয়েছে- হাজারীবাগ ইন্সটিটিউট অব লেদার টেকনোলজি কলেজসংলগ্ন খালি জায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন মৈত্রী সংঘের মাঠের আশপাশের খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা, আফতাবনগর সেকশন-১ ও সেকশন-২ এর খালি জায়গা, কমলাপুর লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা, ধূপখোলা মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালসংলগ্ন আশপাশের উন্মুক্ত এলাকা, আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা এবং রহমতগঞ্জ খেলার মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা।

পশুর হাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম