জাতীয় পার্টির নিরীক্ষা প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় পার্টি ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন মঙ্গলবার নির্বাচন কমিশনে জমা দিয়েছে। প্রতিবেদনে আয় দেখানো হয়েছে ১ কোটি ৯৬ লাখ ২২ হাজার ৫৪৫ টাকা। আর ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ৫৭০ টাকা। জাতীয় পার্টির প্র্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এ হিসাব বিবরণী জমা দেয়। প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা ও যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম।
