Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

দক্ষিণখানে প্রেমিকের ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর দক্ষিণখানে প্রেমিকের ছুরিকাঘাতে আলো আক্তার (১৭) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাতে দক্ষিণখান দক্ষিণপাড়া জামে মসজিদ গলির আবদুল কাদের সিদ্দিকির টিনশেড ভাড়াবাড়িতে এ খুনের ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দক্ষিণখান থানার পরিদর্শক অপারেশন সরোয়ার আলম যুগান্তরকে জানান, দিনাজপুর বীরগঞ্জ উপজেলার সরকারবাড়ি এলাকার রবিউল ইসলামের মেয়ে আলো। পরিবারের সঙ্গে দক্ষিণ খানের আবদুল কাদের সিদ্দিকির টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক আলো চার বোনের মধ্যে সবার ছোট ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শান্ত নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বনিবনা না হওয়ায় ওই যুবক তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। ঘটনার পর থেকে ওই যুবক পলাতক রয়েছে। আমরা তাকে গ্রেফতার করার চেষ্টা করছি। আলোর ভগ্নিপতি ওমর ফারুক জানান, কারখানা থেকে ফিরে আলো বাসার বাইরে গোসলখানায় গিয়ে হঠাৎ চিৎকার করে। তার চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসে তিনি দেখেন রক্তাক্ত অবস্থায় আলো গোসলখানায় পড়ে আছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম