Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগে ব্যাংকে আলাদা বুথ স্থাপনের নির্দেশ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ট্রেজারি বিল ও বন্ডে সহজে বিনিয়োগ ও দ্রুত সেবা প্রদানে প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গভর্নমেন্ট সিকিউরিটিজ বিনিয়োগ উইন্ডো নামে আলাদা বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং সরকারি সিকিউরিটিজে বিনিয়োগে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এ নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক। আগামী ৩ মাসের মধ্যে এ ডেস্ক স্থাপন করতে বলা হয়েছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে।

জানা গেছে, বাজেটে ঘাটতি মেটাতে সরকার ব্যাংক খাত থেকে ৮৪ হাজার ৯৮৩ কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। ব্যাংক নির্ভরতা কমাতে ট্রেজারি বিল ও বন্ড বিক্রির ওপর বেশি জোর দিচ্ছে সরকার। যাতে করে সাধারণ বিনিয়োগকারীরা সহজে গভর্নমেন্ট সিকিউরিটিজ বিনিয়োগ করতে পারে। এতে করে ব্যাংকগুলোর ওপর সরকারের ঋণের চাপ কমবে।

বর্তমানে বিনিয়োগকারীরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘সিকিউরিটিজ অ্যাকাউন্ট’ খুলে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ ও সেকেন্ডারি মার্কেটে লেনদেন করে থাকে। নতুন সুবিধায় সে প্রক্রিয়াকে আরও সহজ করবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম