রাজধানীর জলাবদ্ধতাই সরকারের উন্নয়নের নমুনা : রিজভী
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দু’দিনের বৃষ্টিতে রাজধানীর জলাবদ্ধতাই সরকারের উন্নয়নের নমুনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, উন্নয়নের নমুনা দেখুন। তারা ফ্লাইওভার দেখিয়েছে। উন্নয়নের নানা মডেল, নানা কল্পকাহিনী শুনে শুনে আমরা একেবারে অস্থির হয়ে গেছি। কোথায় উন্নয়ন? দু’দিনের বৃষ্টিতে ঢাকায় কোথাও চলাচল করা যায় না। পথঘাট সব ডুবে গেছে। গাড়িতে করে বাসা পর্যন্ত যেতে কোমরপানি ডিঙিয়ে যেতে হচ্ছে। গোটা ঢাকা মহানগরীর মানুষজন জলাবদ্ধতার ভয়ংকর দুর্ভোগের মধ্যে পড়েছেন। মঙ্গলবার রাজধানী নয়াপল্টনের স্কাউট ভবনে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে সদ্য মরহুম বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে ও জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কৃষক দলের মাইনুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির মাওলানা দেলোয়ার হোসেন, শিক্ষক নেতা আবদুর রহমান, শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কামরুজ্জামান মিজান প্রমুখ।
