ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য বিধি না মেনেই পশুর হাট
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে গণজমায়েত থেকে দূরে থাকার কথা। কিন্তু সরকারি এই নির্দেশনা অমান্য করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বসেছে পশুর হাট। এতে উদ্বিগ্ন সচেতন মহল। গ্রাম থেকে আসা পশু ক্রয়-বিক্রয় করার জন্য এ হাটে হাজারও মানুষের জমায়েতে ভাইরাস সংক্রমণের আশঙ্কা রয়েছে। প্রতি সোমবার ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরহোসেনপুর বাজারে বসে পশুর হাট। পৌর শহরের ভিতরেই বসছে এ হাট। পশু কেনা-বেচা করতে গ্রাম-গঞ্জ থেকে এসেছেন অসচেতন হাজার হাজার মানুষ। পশুর হাটে গণসচেতনতার ব্যাপারে নেই কোনো প্রশাসনিক পদক্ষেপ। বিশাল হাটে পশুর পাশাপাশি ক্রেতা-বিক্রেতার গাদাগাদি ভিড়, এতে ধুলোময়লা অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বেচা-কেনা। হাঁচি-কাশি, থুতু ফেলা, হাত মেলানো জড়িয়ে ধরাসহ বন্ধ নেই সংস্পর্শে আসার কোনো কিছুই। ঝুঁকি জেনেও জীবিকার তাগিদেই হাটে এসেছেন বলে জানান ক্রেতা-বিক্রেতারা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা খান জানান, এ মুহূর্তে গণজমায়েতই যেখানে নিষিদ্ধ সেখানে গরুর হাট বসবে কিভাবে?
