Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য বিধি না মেনেই পশুর হাট

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে গণজমায়েত থেকে দূরে থাকার কথা। কিন্তু সরকারি এই নির্দেশনা অমান্য করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বসেছে পশুর হাট। এতে উদ্বিগ্ন সচেতন মহল। গ্রাম থেকে আসা পশু ক্রয়-বিক্রয় করার জন্য এ হাটে হাজারও মানুষের জমায়েতে ভাইরাস সংক্রমণের আশঙ্কা রয়েছে। প্রতি সোমবার ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরহোসেনপুর বাজারে বসে পশুর হাট। পৌর শহরের ভিতরেই বসছে এ হাট। পশু কেনা-বেচা করতে গ্রাম-গঞ্জ থেকে এসেছেন অসচেতন হাজার হাজার মানুষ। পশুর হাটে গণসচেতনতার ব্যাপারে নেই কোনো প্রশাসনিক পদক্ষেপ। বিশাল হাটে পশুর পাশাপাশি ক্রেতা-বিক্রেতার গাদাগাদি ভিড়, এতে ধুলোময়লা অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বেচা-কেনা। হাঁচি-কাশি, থুতু ফেলা, হাত মেলানো জড়িয়ে ধরাসহ বন্ধ নেই সংস্পর্শে আসার কোনো কিছুই। ঝুঁকি জেনেও জীবিকার তাগিদেই হাটে এসেছেন বলে জানান ক্রেতা-বিক্রেতারা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা খান জানান, এ মুহূর্তে গণজমায়েতই যেখানে নিষিদ্ধ সেখানে গরুর হাট বসবে কিভাবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম