Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

কাফরুলে অপহৃত স্কুলছাত্রী নবাবগঞ্জে উদ্ধার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কাফরুলের শেওড়াপাড়ায় অপহৃত এক স্কুলছাত্রীকে ঢাকা জেলার নবাবগঞ্জ থেকে উদ্ধার করেছে কাফরুল থানা পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে সিফাত (২০) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়। কাফরুল থানার এসআই সোহেল রানা জানান, সোমবার ভোরে সিফাতের গ্রামের বাড়ি নবাবগঞ্জে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা কাফরুল থানায় লিখিত অভিযোগ করেন। প্রাপ্ত অভিযোগ অনুসারে, সিফাত ওই ছাত্রীকে প্রতিদিন স্কুলে ও কোচিংয়ে যাওয়া-আসার পথে বিরক্ত করত। একপর্যায়ে সিফাত শনিবার মেয়েটিকে অপহরণ করে নবাবগঞ্জে তার গ্রামের বাড়িতে নিয়ে যায়। এসআই সোহেল আরও জানান, ছাত্রীর বাবার অভিযোগ পেয়ে থানার অফিসার ইনচার্জ সেলিমুজ্জানের নির্দেশনায় আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে মেয়েটিকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতারে সক্ষম হন। পুলিশের এমন ত্বরিত পদক্ষেপে দ্রুততম সময়ে মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে মনে করেন ছাত্রীর বাবা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম