Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

নিম্ন আদালতে লজিস্টিক সুবিধা দিতে গণপূর্তকে চিঠি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে দেশের সব নিম্ন আদালতে যাবতীয় লজিস্টিক সুবিধা দিতে গণপূর্ত অধিদফতরকে চিঠি দিয়েছে হাইকোর্ট প্রশাসন। মঙ্গলবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী এ চিঠি দেন।

চিঠিতে বলা হয়েছে. বাংলাদেশ সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুযায়ী অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালগুলোতে স্বাস্থ্য অধিদফতরের জারিকৃত স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে বিচার কার্যক্রম চলছে। করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য এজলাস কক্ষ এবং আদালত ভবনে দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নসহ আনুষঙ্গিক ব্যবস্থা নেয়া আবশ্যক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম