প্রতারণা মামলায় জহিরুল ইসলাম অমিত রিমান্ডে
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রতারণা মামলায় এইচডিএফ অ্যাপারেল্সের সাবেক প্রধান নির্বাহী জহিরুল ইসলাম অমিতের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমান এ আদেশ দেন। এদিন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নাকচ করে রিমান্ডের ওই আদেশ দেন। আদালত সূত্র জানায়, এইচডিএফ অ্যাপারেল্সের প্রধান নির্বাহী থাকাকালীন বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে প্রায় দুই কোটি ৬৬ লাখ ২১ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেন জহিরুল ইসলাম। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে রাজধানীর উত্তরা থানায় মামলাটি করেন।
