ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
কালিয়াকৈরে গরুভর্তি ট্রাক ছিনতাই
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ব্রিজের পাশ থেকে ফের গরুভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে সোমবার রাতে অজ্ঞাত ৮-৯ জনের নামে মামলা করা হয়েছে। শানশাইন ডেইরি অ্যান্ড ক্যটল এগ্রোর ম্যানেজার শহিদুল ইসলাম শহিদ বাদী হয়ে এ মামলা করেন। এর আগেও একই এলাকা থেকে শ্রমিকের ৮০ লাখ টাকা ও ব্যাটারি ভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল বলে পুলিশ ও এলাকাবাসী জানান। পুলিশ ও ছিনতাইয়ের কবলে পড়া ট্রাকচালক ও এগ্রো ফার্মের কর্মচারীরা জানান, রোববার কাতুলী বাজার থেকে বিভিন্ন রঙের ছয়টি ষাড় গরু ক্রয় করেন। পরে একটি পিকআপ ভ্যানে ভরে ঢাকার দক্ষিণ খান থানার দক্ষিণ গাওয়াইল এলাকার শানশাইন ডেইরি অ্যান্ড ক্যটল এগ্রো ফার্মে নিয়ে যাচ্ছিলেন। পথে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি পিকআপ ও একটি কাভার্ড ভ্যান সামনে গিয়ে গরুভর্তি ট্রাকের গতিরোধ করে। পরে পূর্ব থেকেই অবস্থান করা দুইটি সাদা রঙের প্রাইভেটকার থেকে ৭-৮ জন মাস্ক ও হ্যাফ প্যান্ট পরা লোক লাঠিসোটা নিয়ে ট্রাক থেকে ট্রাকচালক মিলন ও হেলপার রোকনুজ্জামানকে নামিয়ে মারধর করতে থাকে। পরে ফার্মের ম্যানেজার শহিদুল ইসলাম শহিদ ও কর্মচারী জাবেদ মিয়াকেও নামিয়ে মারধর করে। পরে কাভার্ড ভ্যানে গরুভর্তি ট্রাকে থাকা চারজনকে তুলে দরজা বন্ধ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। রাত সাড়ে ১১টার দিকে ছিনতাইকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি নামক এলাকায় তাদের মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে চলে যায়। শানশাইন ডেইরি অ্যান্ড ক্যটল এগ্রোর ম্যানেজার শহিদুল ইসলাম শহিদ জানান, ঢাকায় ফেরার পথে ছিনতাইকারীরা আমাদের চারটি মোবাইল সেট, নগদ কিছু টাকা ও ক্রয়কৃত ৬টি গরু যার ক্রয়মূল্য ৩ লাখ ২৪ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রাজিব চন্দ্র চক্রবর্তী জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর থেকেই ছিনতাই হওয়া গরু ও ট্রাক উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
