Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

কালিয়াকৈরে তুরাগ নদে ডুবে শিশু নিখোঁজ

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের চাপাইর এলাকায় সোমবার সকালে তুরাগ নদে ডুবে রাহিম নামে আড়াই বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের এক দিন পার হলেও শিশুটিকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ রাহিম চাপাইর গ্রামের মাজহারুল ইসলামের ছেলে। সে সকালে বাড়ির পাশের তুরাগ নদের পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর শিশুর লাশ না পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সারাদিন অনুসন্ধান চালিয়ে না পেয়ে রাতে উদ্ধার অভিযান বন্ধ করে দেয়। মঙ্গলবার সকালে গ্রামবাসী

কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে রাহিমের লাশ খুঁজতে থাকলেও উদ্ধার করতে পারেনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম