Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

টানা বর্ষণে ডুবে গেছে নারায়ণগঞ্জ নগরী

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মঙ্গলবার সকাল থেকেই শুরু হওয়া ভারি বর্ষণে তলিয়ে গেছে নারায়ণগঞ্জ নগরী। শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু রোডসহ নগরীর বিভিন্ন এলাকা ও অলিগলিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। দিনভর অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছেন নগরবাসী। এদিকে শীতলক্ষ্যা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শহরের গভীর ড্রেনগুলোর পানি নিষ্কাশনে দীর্ঘ সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃষ্টিতে নগরীর প্রধান প্রধান সড়ক, বিভিন্ন সংযোগ সড়কে পানি জমে যায়। কোথাও কোথাও রাস্তার ওপর হাঁটুপানি জমে যায়। পাড়া মহল্লার আবাসিক বাসা বাড়ির বেশির ভাগই নিচতলা পানিতে ডুবে যায়। এরই মধ্যে অফিসমুখী নগরবাসী সম্মুখীন হয়েছেন নানা দুর্ভোগের। অনেকেই বৃষ্টিতে ভিজে, পানি মাড়িয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।

নগরীর ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, অতিবৃষ্টির কারণে শীতলক্ষ্যা নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। তাই শহরের পানি সরতে সময় লাগবে। তিনি নগরবাসীকে ধৈর্য ধরার অনুরোধ জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম