আশুলিয়া অটোরিকশা চালক হত্যায় যুবক গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আশুলিয়ায় অটোরিকশা চালক মিন্টু শেখ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইমরান মিয়া (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। সোমবার রাতে ইমরানকে সাভারের জামসিং নবীন মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। নিহত মিন্টু শেখ নড়াইলের লোহাগড়া থানাধীন পানপাড়া এলাকার সোলেমান মিয়ার ছেলে। তিনি সাভারের ছায়াবিথি এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন। পুলিশ জানায়, ১৪ জুলাই আশুলিয়ার গেরুয়া এলাকায় মিন্টু শেখকে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় মিন্টু মিয়ার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মিন্টুকে গুরুতর অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনায় মামলা দায়ের হলে তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইমরানকে গ্রেফতার করা হয়। ইমরান মিয়া সাভারের নয়াবাড়ি এলাকার লাল মিয়ার ছেলে। তিনিও একজন অটোরিকশা চালক।
