পাঁচ দফা দাবি
কালিয়াকৈরে ডেকোরেটর মালিক সমিতির মানববন্ধন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বাংলাদেশ ডেকোরেটর মালিক সমিতি পাঁচ দফা দাবিতে মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। দীর্ঘদিন ধরে ডেকোরেটর ব্যবসা নিয়ে মালিকপক্ষ নানামুখী সমস্যায় জর্জরিত। প্রায় বিশটি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শ্রমিক মানবেতর জীবন কাটাচ্ছেন। সংকট নিরসন না হওয়া পর্যন্ত শ্রমিকদের খাবার সরবরাহ, বিনা সুদে প্রণোদনা প্রদান, শ্রমিকদের রেশনকার্ড প্রদান ও দোকান ভাড়া মওকুফসহ পাঁচদফা দাবিতে ওই মানববন্ধন করে। এ সময় শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহ চন্দ্রপুরী মাইক সার্ভিস ইসমাইল হোসেন, সাদিয়া লাইট হাউস সাইফুল ইসলাম, আবুল ডেকোরেটর নুর হোসেন মিন্টু, জীবন ডেকোরেটর আবদুল কদ্দুস, নাদিম সাউন্ডের নাদিম প্রমুখ।
