Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

কালীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কালীগঞ্জে দুই সন্তানের জননী সুমা আক্তারের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টেক মানিকপুর এলাকায় মোল্লাবাড়ীতে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মঙ্গলবার দুপুরে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে ওই গৃহবধূর মৃত্যু নিয়ে এলাকায় কৌতূহল দেখা দিয়েছে। হত্যা না আত্মহত্যা! হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার পাঁয়তারা করছে স্বামীর বাড়ির লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতের খাবার খেয়ে শফিকুল মোল্লা তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে একসঙ্গে ঘুমায়। পরে মঙ্গলবার সকালে বাড়ির লোকজন সুমা আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম